অামাকে এই সুযোগ থেকে বঞ্চিত করোনা
তোমার হাতে হাত রাখার,
কোন এক বর্ষণ মুখর সন্ধ্যায় তোমার মুখোমুখি বসে ধোঁয়া ওড়ানো চায়ের কাপে চুমুক দেয়ার,
জোছনা ভরা রাতে তোমার পিঠি পিঠ লাগায়ে তারার ডালি দেখার,
তোমার চুলের মেঘে কদম ফুল গুজে দেয়ার
সুযোগ থেকে অামাকে বঞ্চিত করোনা।।।
তোমাকে একটি বার দেখার জন্য অপেক্ষার সুযোগ থেকে
তোমাকে চিঠি লিখতে গিয়ে
বাড়িতে মায়ের হাতে ধরা পড়ে
মার খাবার সুযোগ থেকে,
তোমার বিরহে কাতর হয়ে
হাত কেঁটে রক্ত দিয়ে চিঠি লখার
সুযোগ থেকে অামাকে বঞ্চিত করো না।।।
সারা জীবন সুখে দুঃখে তোমার পাশে থাকার
এবং মৃত্যু এলে তোমার পাশে
ঘুমিয়ে পড়ার সুযোগ থেকে
অামাকে বঞ্চিত করোনা।।।