নিজের বোধের সাথে বোঝাপড়ার
এক প্রচন্ড দু:সাহস করে ফেললাম।
সিদ্ধান্তটা একেবারে অকস্মাৎ জয়ে গেছে
তা কিন্তু নয়,
নিরন্তর এক সংঘর্ষের
অনিবার্য পরিনতি হয়ে এটা এসেছে ভেবে
নিজের মনে প্রমাদ গুনলাম।
দ্রোহের রক্তাভ লাভা
বুকের ফুটন্ত উনুনে
টগবগ করে ফোটার শব্দ শুনেছিলাম।
অন্তঃরাত্নাকে ভরসা দিলাম
সকল দ্ব্যার্থতাকে বিচলিত করে
বিবেকের রণে অবিচল থাকতে।।।
অন্তরের বিশুদ্ধতা হারিয়েছি সেটা বহুকাল অাগের কথা।।।
কিন্তু তাই বলে সেটা পচে তো যায়নি।
প্রচন্ড গ্রহনের মাঝেও নিজেকে শান্ত রেখেছি
ক্ষনকালের ক্ষুদ্র অভিসাপকে মহাকালের অাশির্বাদ ভেবে
অাকন্ঠ বিস্মৃত হয়েছি।।।