শত বর্ষ পরে, এই জাগতিক সংসারে
যখন থাকব না আর আমি
বসে কবিতার খাতা নিয়ে;
মাথা উঁচু করে তাকিয়ে দেখো,
কপোতক্ষের ঐ চিকচিক করা বালুচরে;
ছেঁড়া পাঞ্জাবী আর নগ্ন পায়ে আমি
সেই জনশূন্য তীরে, শত বর্ষ পরে।
গোধুলীতে তুমি রেললাইন ধরে
হাটঁবে যখন আপনভূলে,
পাশে তুমি তাকিয়ে দেখো
অস্ত রবি বিদায় কালে;
আমিও আছি, বাংলার কোলে
শত বর্ষ পরে।
যখন নিলীমা গগন যাবে ঢেকে
পারুর কেশে ছেয়ে,
থাকব আমি পদ্মার পাড়ে
শরতের ঐ কাশফুলেতে, শত বর্ষ পরে।
পূঁব আকাশের চন্দ্রতারা
নিশি জলে যখন করবে খেলা,
প্রকৃতি বসাবে নিস্তব্দ মেলা
কালো জলে ঐ খেলা
দেখবে যখন চেয়ে,
মাঝ স্রোতে তাকিয়ে দেখো
আমিও আছি সাথে, শত বর্ষ পরে।
১২/০৮/২০০৯