কেন জানি, সাদা মেঘের ভেলায় করে পাঠানো
আমার কথাগুলো তোমা অবধি পৌঁছায় না।
তার আগেই বৃষ্টি হয়ে ঝরে পড়ে।
তাই আমার ভালবাসার ডায়েরির শেষ প্রেমপত্রটিও,
কাগজের নৌকা বানিয়ে
সেই বৃষ্টির জলে ভাসিয়ে দিয়েছি।
কিন্তু আমার প্রত্যেকটা হৃৎস্পন্দন আর দীর্ঘশ্বাস,
আমার যত কান্নার ফোঁটা আর নির্ঘুম রাত,
অতঃপর আমার একাকী হেঁটে যাওয়া
সব কিছুতেই তুমি মিশে ছিলে।
তুমি তো জানতেই কথাগুলো।
আর তারপর থেকে, ভীরু কাপুরুষের মত
তাই স্বার্থপরতার গল্প লিখে চলা।
এখন তোমার কাছে মাধবী রাত
সেথা নতুন চাঁদ, তার নতুন আলো।
আর এখানে?
অমাবশ্যার আঁধারে জ্যোৎস্না বিলীন হয়ে গেছে।
যদি বিশ্বাস না হয়, যদি আবার ভুল বোঝ,
তবে অমাবস্যার আঁধারস্থ চাঁদকে খুঁজে দেখো।
ততঃঅবধি একটি নিভে যাওয়া প্রদীপের গল্প।