বাংলা মায়ের রূপের তুলনা কার সাথে দিই ভাই?
সারা বিশ্বজুড়ে একটি উপমা না আমি খুঁজে পায়।
যখন সন্ধ্যারাতের কালে, পূঁব আকাশে চন্দ্র জ্বলে
এই দৃশ্যের কি উপমা! খুঁজি আমি তাই।
যখন পাখি আপন কূলে; রাখাল ফিরে নিজ তীরে
আঁধার কালো নামে ধীরে
এই দৃশ্যের উপমা আমি কোথা খুঁজে পায়?
যখন হাঁসে উদয় রবি; পাখি করে কিচিমিচি
আলো খেলে লুকোচুরি (পাতার আড়ালে)
এই দৃশ্যের কোন উপমা কে দেবে ভাই?
যখন শীতের প্রভাত বেলা; আকাশটা রক্তরাঙা
ঘাসের ডগায় শিশির কণা; একটু আলো পড়ে
এই দৃশ্যের তুলনা আমি করি কার তরে?
যখন কামিনি বর্ষাকালে সুভাস ছড়ায় সকল তরে
শিউলি যখন ঝরে পড়ে শরতের প্রভাত কালে
এই দৃশ্যের কোন উপমা বিশ্বজুড়ে নাই।
হেমন্তের নবান্ন যখন; আনন্দে ভরা সবার জীবন
উৎসব পালন ঘরেঘরে
কার উপমা কার তরে? খুঁজি আমি তাই
নাই কোথাও নাই
বাংলা মায়ের রূপের তুলনা বিশ্বজুড়ে নাই।


(০৭/০৫/২০০৮)