কোন কবিতা নয়।
সাদা কাগজে শব্দহীন লেখা এটা আমার শততম চিঠি।
প্রথম মৃত্যুর ক্ষত নিয়ে।
কিন্তু কথারা সেই কবেই শেষ হয়ে গেছে
নিকোটিনের ধোঁয়া উড়া অষ্টপ্রহরে
তোমায় না দেখা নির্ঘুম সে ভোরে
তরুর ঠোঁটে বুনে নি:শ্বাসে ভিজিয়ে দারুন ছেঁড়াদ্বীপে।