একবার যেতে ইচ্ছে করে
আমার ছোট্ট গাঁয়;
শিশির ভেজা দুর্বা ঘাসে
হাটব নাঙা পায়।


শীতল হবে মনটি আমার
দেখে গাঁয়ের মুখ;
মমতাময়ী মাকে দেখে
জোড়াবে মোর চোখ।


সবুজ গাছের শ্যামল কুঞ্জে
পাখির কলতান;
নির্মল হাওয়া বইবে সেথা
জোড়াবে মোর প্রাণ।


মেঠোপথের বাঁকে বাঁকে
ছোট্ট কোড়ে’ ঘর;
হাত ছানিতে ডাকে আমায়
হইতে দেয় না পর।


শান্ত দুপুর, পদ্ম পুকুর
কুকিল’ মায়া ডাক;
গাছে গাছে নানান পাখি
ডাকে আরো কাক।


দুখী মায়ের নিটোল মায়া
থাকতে দেয় না দূর;
আমার যেতে ইচ্ছে করে
শ্যামল মধুপুর।