সুনয়না দুরন্ত বালিকা মেঘলা দিনে চোখের
মিষ্টি পাতা একত্র করে পালঙ্কের উপর
শায়িতা। বাতাস তাড়িয়ে নিয়ে
যাচ্ছে কালো মেঘ।
কালো ঘোড়া চাই না তার,
শুভ্র তেজী ঘোড়াই চাই। শুভ্র মেঘের
পিঠে চড়ে এক হাতে রশি, আর এক
হাতে চাবুক- দুরন্ত বেগে ছুটে চলেছে
আকাশ নীল গঙ্গায়। পৃথিবী নামক
গ্রহের মানব জাতি গভীর নিদ্রা-মঘ্ন।
পাখি তার মোলায়েম পালক যুক্ত ডানা
দিয়ে তার ছানাদের পরম আদরে
ঢেকে রেখে ঘুমুচ্ছে।
ওদের সবাইকে জাগাতে হবে।
তার সমস্ত মন জোড়ে একটাই স্বপ্ন-
‘আমরা শুধু নারী নই। নারী
হিসেবে দূর্বলও নই। আমাদের পরিচয়
একটাই-আমরা মানুষ।
সুন্দর ভাবে বাঁচতে চাই।
বন্ধ করা হোক-মানুষ হয়ে মানুষের
উপর আধিপত্য।’
মা এসে তার কপালের হাত বুলিয়ে
ডাকলেন- উঠ্‌ মা উঠ্‌...........!