এই দেখ না ছাগলছানা
তাদিং তাদিং নাচে;
তাই না দেখে বাছুরখানা
আসলো ঘেঁষে কাছে।


বাছুর বলে কিরে বিচ্ছু
আছিস কেমন বল;
ছাগলছানা হেসে বলে,
করি কোলাহল।


পুচ্ছ উঁচিয়ে মোরগ আসে
ডাকে কোক্কর কো;
রাজহাঁস আসে মাথা উঁচিয়ে
ডাকে গাত গাত গো।


ছোট্ট খোকা ভয়ে মরে
রাজহাঁস আসে দেখে;
তাইনা দেখে বাছুর হাসে
নাচে এঁকে বেঁকে।


পোষা বিড়াল মিও ডেকে
খোঁজে যখন কাঁটা;
দাঁত কেলিয়ে আউ করে ঐ
পোষা কুকুর বেটা।