জীবনের ডাইরি থেকে ঘুচে যাক
দুঃখ-স্মৃতির পাতা,
মনের ক্যাম্পাস থেকে সরে যাক
না-বলা ব্যাথা।


জীবন মরুভূমির অরণ্যে গজাক
সৃষ্টিশীল বৃক্ষ,
জাতীয় জীবনে’ সংকীর্ণ বক্ষে সৃষ্টি হোক
ভালোবাসার অন্তরীক্ষ।


পারস্পরিক হিংসা-বিদ্বেষের তিমিরে
জ্বলে উঠুক ভ্রাতৃত্বের দীপ,
নরপশুর রক্ততৃষিত নদীর বুকে জেগে উঠুক
মানবতার দ্বীপ।


মাজলুমের রক্ত কণিকায় জ্বলে উঠুক
প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ,
জাতীয় নীরব,নীথর মানস সায়রে
ধেয়ে আসুক সমৃদ্ধির তরঙ্গ।


চিরতরে নিপাত যাক নরপিশাচের
বিষাক্ত দাঁত
মাতৃভূমির সবুজ ললাটে উদিত হোক
সুখ-সমৃদ্ধির রাঙ্গা প্রভাত।