কুটুম পাখির মন খারাপ আজ
পড়শি নেই বাড়ি,
বাদল হাওয়া মন আকাশে
যাচ্ছে বার বার নাড়ি।


ফুলগুলো আজ সুরভী হাওয়া
বিলোচ্ছে সবার তরে,
পাখিরা সব গান শুনিয়ে
যাচ্ছে আপন সুরে।


ঝরনা তাহার চলার বেগে
শুনাচ্ছে পদধ্বনি ,
বৃক্ষপত্র নড়া চড়ায়
যাচ্ছে স্বপন বুনি।


স্বপ্ন আছে কুটুম পাখির’
বাঁধবে সুখের ঘর,
পড়শিটা গেল কোথায়
বইছে বাদল ঝর!


নদীর স্রোত বইছে বেগে
যাচ্ছে আপন বাড়ি,
গোধূলি লগন’ত্যাজী সূর্য
পরছে হলুদ শাড়ি।


রাতের কালো চাদর জড়িয়ে
দিচ্ছে ধরা ঘুম,
পড়শিটা এলো না আজও
যাচ্ছে রবি সোম।


সময় নীরব ডানা মেলে
যাচ্ছে অচিনপুর,
মোয়াজ্জিন ঐ দিচ্ছে আযান
বাঁজছে সুমধুর।