শীত যাবে তার আপন ঘরে
হিমেল চাদর নিয়ে;
রাঙা শিমুল সাজবে যখন
নাচবে তখন টিয়ে।


গাছে গাছে আমের মুকুল
খোশবু ছড়াবে;
ঝড়ো হাওয়ার মাথা' তখন
পাগলামোতে পাবে।


লাল শাড়ীতে কৃষ্ণচূড়া
রাঙ্গাবে প্রকৃতি;
সুরভি মাখা ফুল্ গুলো সব
ছড়াবে আপন জ্যোতি।


পাখপাখালী আপন মনে
গাইবে তাদের গান;
ধরার বুকে ফিরে পাবে
রোমাঞ্চিত প্রাণ।