মাঝে মাঝে, বুঝিনা,কি হয় আমার।
বৃষ্টিহীন আকাশে মাতাল
ছন্নছড়া মেঘ--
ঠিক যেন ওরা
কালিদাশের দাস,
অষ্টাদশে পেয়েছে
রাষ্ট্রপতি লিংকনের কৃপা;
শিকল ছড়িয়ে তাই মনুষ্য ছুঁয়েছে।


পরক্ষণেই দৃশ্যমান দেখি নির্মল আকাশ
ইথারের ঢেউয়ে  ঢল ঢল স্বচ্ছতা।


বুঝিনা ওখানে শেষে
চোখের ওপারে চোখ
নাকি কেবলি আকাশ।


দিগন্তে দাঁড়িয়ে তুমি, নীলার্দ্র, নিখাদ;
কাঁচুলিতে কোমল কর্পুর দানা
চোখ মুদে করি আমি  রূপের ঠাহর
নাসারন্ধ্রে নেই নগ্নতার শ্বাস।


রেটিনায় জমে রঙের পিচুটি-পাহাড়,
হৃদয়ে অস্থির এক বাড়ব-দুপুর
ছমছমে ছায়ায় শুধু ছড়ায় অধ্যাস।