পথ ছিল সংকীর্ণ দারুন
ধারে ধারে ছিল তার  সুগন্ধি লতার
ফুল;
কখনও ছড়ান ছিল বাঁক-
বাঁকের কিনারে পাকা  কালো কালো ফল।
নাম ছিল তার
দোমড়া কিংবা দল।


পথের পথিক ছিল
পথভোলা কেউ,
দীঘলে-পাতলে যদিওবা ডাঙ্গা
পথের প্লাবনে ছিল  সাগরের ঢেউ।


কখনও সকাল, কখনও বিকাল
মাঝপথে কোনদিন  হয়নি তাদের রাত।
কারণ সূর্যের সখা ছিল
তারাই দুজন।


ক্ষারক বাতাসে আজ ক্ষয়ে গেছে পথ,
বেঁচে আছে শুধু তার স্মৃতি,
আর বেঁচে আছে
সেই পথে পড়েছিল যেই
হরিণী-নাকের নথ।