চন্দ্র ছিল ঘুম কাতুরে
রাত বড় নিথর,
বালিশ দিল বন্ধকে প্রেম,
কৃঞ্চ গহব্বর।


কোন কপালের টিপ ছিল এক
খসল আকস্মাৎ
নিহারিকার নগ্ন পায়ে
চুম্বনের আঘাত।


পূর্বাকাশে পাহাড় ডিঙ্গায়
রংধনুর সকাল,
লুটছে সে আজ রূপের রেকাব,
তোমার ঠোঁটের লাল।


ঘুমাও তুমি, ঘুমটুকু খুউব
তোমার প্রয়োজন,
তোমার জন্য শেষ আপরাধ
সূর্যোদয় হরণ।


(২৭/১২/২০১৫