যখন ফসকে গেল দুহাত থেকে দুগাল তোমার,
তখন কি আর হবে  পাথর চুমে জড়জ কাবার?
কোন পাথরে বুক বেঁধেছ কোন পাহাড়ে ঠোঁট,
করছে না গা নিথর পাথর বুল ডোজারের চোট।
অগ্নিগিরির অগ্নুৎপাতেও বন্ধ জ্বালামুখ
কাম-কড়ইয়ে পড়লে তুষার, তোমার কিসের সুখ?


দিন চলে যায়, মাস চলে যায়, বছর গিয়ে যুগ
তোমার বুকের কপাট খোলার হল না সুযোগ।


চাইতে যদি পূর্ণিমার চাঁদ, সূর্য দিতাম ঋণ,
কারুনের ধন বকখিলে খায়, পস্তাবে একদিন।
০৬-০১-২০১৭