হায় রে সুখ তুই তো অচিন পাখি
কিভাবে বলনা তোরে আপন করে রাখি
সুখের নীড় খুঁজতে গিয়ে পড়েছি বিপদে
নিজের কাদা নিজেই কাঁদি আর কি কেউ কাঁদে?


হাত বাড়িয়েছি জোৎশনা দেখে পুড়ে গেছে হাত
সুখের আশা এখন আমার গলায় বিষের ফাঁদ,
সুখের তরী ভেলাহয়ে ভাসছে সাগর জলে
মনের জ্বালা মনে থাকে পারিনা বলতে মুখ খুলে।


জীবন আমার যেমন তেমন কর্ম টা ভালো  
জীবন-প্রদীপ না নিভিলে দিবে একদিন আলো,
সুখ একদিন আসবেই ঠিকই ধরতে হবে ধৈর্য
যদি আমরা অধৈর্য হই মরন অনিবার্য।