আকাশ ছেলেটাকে যতবার দেখি বিস্মিত হই আমি
শৈশব থেকে কত প্রহর কাটানো বহু জানা-জানি!
        
ফায়ারসার্ভিস হবে কনফারেন্স, ঠিক সন্ধ‍্যে ছয়টা!
            আয়োজন হোক ইফতার এক;
আলুরচপ নাকি বেগুনি হবে? বলো কোনটা কয়টা!

বিকালের প্রহরে ভেসে বেড়ায় মিসকল সহ বা/র্তা
দেরি হলো যে মিয়া!আরেকটু আগে এলেই পারতা!

দুই কাঁটাতার দুরত্ব যতটুকু কেড়ে নেয় দুরে        
আলোকবর্ষ মেপে রাখে হিসাব তুমুল ভেঙ্গেচূড়ে।


সেইদিন সেইসময় আর নেই!রাখা আছে জাদুঘরে!
   চন্ডিগড়  মেতে উঠুক চশমার ফ্রেম ধ/রে।


   স্রোতে গা ভাসানোরা স্পর্শ পায় সোমেশ্বরীর
                 পাহাড়ি বারিধারা!
  দূর হতে কবি দেখে কাশবন, শুভ্রতায় দিশেহারা।
  
  আকাশের মতো বিশাল হোক তোমার  হৃদয় বক্ষ
হিসাবের খাতাটা হোক বাতিল, জয় হোক বন্ধুপক্ষ।


      উপসংহার হবেনা শেষ! ভোর হতে নিশি!
     ইচ্ছাগুলো ডানা মেলুক! সঙ্গে থাকুক হি হি!