ইভানের কণ্ঠ শুনতে যেই মাঠে এসে
    জড়ো হয়েছিলো হাজারো তরুণ-তরুণী


হলের মেয়েরা বদ্ধ কারাগার থেকে শুনেছে যে কণ্ঠ
          সেই মাঠে আজ আপনি এসেছেন
               পাশাপাশি বসে হাসছেন;
        কই আমি ছাড়া আর তো কেউ নেই!
                আর কাউকে তো দেখিনা।
      
      মোনালিসার হাসি ম্লান হয় তার অবয়বে
     দূর থেকে নক্ষত্র ঝরে পড়ে নাফিসা হলে
          
           তরুণীরা উন্মাদ প্রেমিকার মতো
       সদ‍‍্য রান্না করা নুডুলস নিয়ে বসে আছে    
   মাঠের এক কোণে! অপেক্ষা শুধু ভালোবাসার!


         তার হাসিতে আমি হই দিশেহারা
      যেন জ্যোৎস্না ঝরিতেছে এলো চুল বেয়ে
তিমির রাত্রিতে;জড়ো হলো পৃথিবীর সব আয়োজন।


   আপনার হাসির সৌন্দর্য /লিপিবদ্ধ করার কারণে
              আমি যদি দেশদ্রোহী হই
   যীশুর মতো আমাকে যদি ক্রুশবিদ্ধ দেওয়া হয়    
          তখনও কি আপনি স্বৈরাচারীর মত  
                 হাসতেই থাকবেন?
            
     আপনার অন্তরে কি কবির জন‍‍্য ইকটুকুও
               করুণার উদ্রেক হবে না
         বলুন! আশরাফ-উন নাহার জ্বীম!