আমি চাই স্রোতের বিপরীতে হেটে
    প্রিয়তমা আমাকে নিয়ে কবিতা লিখুক!
আমার অগোছালো দেহাবয়ব নিয়ে উপমা তুলোক!
        
           আমাকে না পাওয়ার হাহাকারে
             সে তিন প্রহর রাত জাগুক!
  
           কবি-র অন‍‍্যথা বিয়ে হয়ে গেলে
          সে আজীবন অবিবাহিত থাকুক!


     ষাটোর্ধ বয়সেও কেউ তাকে যদি জিজ্ঞেস করে,
       আপনি  অনিন্দ‍্য সুন্দরী হওয়া সত‍্যেও,
               অবিবাহিত কেন রইলেন?"


     সে নিঃশব্দে অশ্রু ঝড়াবে আমার স্মরণে'
  
         আমার পাষাণ  হৃদয়ের দীর্ঘশ্বাস
            ফুটে উঠবে তার মুখচ্ছবিতে,


                 সে কবিতা লিখবে,
                 আমিই সেই তরুণী
          যে হৃদয় সঁপেছিল কবির নিকট
       কিন্তু পাষাণ কবি  আমায় ভালোবাসিনি
  
     কবিকে না পাওয়ার হাহাকার  আমাকে
           আজীবন  দুঃখী করে রাখবে"



✍️শাওন আহমেদ
বুধবার,২৪ কার্তিক ১৪২৯
০৯ নভেম্বর,২০২২