জানেন, মাঝেমধ্যে মনে হয় আমার
আপনাকে নিয়ে প্লাটিনাম খচিত এক জাদুঘর বানাই
   আপনার এলোচুলে মুড়ানো মুচকি হাসিকে
              খানিকটা স্ট‍্যাচু করে রাখি।


        খোপায় প্রস্ফুটিত থাকবে মেরুন জবা,
শুভ্র হৃদয়ের ফোয়ারা ছড়াবে কাচঁবন্দী ফ্রেম হতে।


    আপনার সৌন্দর্যের কথা শুনে ছুটে আসবে
           সুদূর দামেস্ক হতে পাষাণ এজিদ।
জয়নাবের হাহাকারে যে দিশেহারা বেদুইন ছিলো।

পারস‍‍্যের শাহজাদী,প্রিন্স ডায়নার  মতো সুন্দরীরা
       আপনার এলো চুলের কাছে হবে পরাজিত।


  আপনার শুভ্র হৃদয়ের কাছে লজ্জাবনত হবে
              নিষ্পাপ ফ্রান্সিস  পোপ!


       আবার মাঝে মধ‍্যে মনে হয় কি জানেন!
   আমি ছাড়া আপনাকে আর কেউ না দেখুক
  
   অথবা ক্বওমীর মেয়েদের মতো আজীবন
   লুকানো থাকুক আপনার সকল সৌন্দর্য।


এলোকেশের ঘ্রাণ যেন আমি একাই উপভোগ করি।
      
        কিংবা দিনশেষে সুসঙ্গের কবি এসে
     নিকাব উঠিয়ে চোখে চোখ রেখে বলুক!
আমার দুনিয়ার জান্নাত!এতোদিন কোথায় ছিলেন?"
          
           আপনিও কি তাই চান! সুরভী?