আমি আপনাকে ভালোবাসার কথা বলে
বিচ্ছেদ দিয়ে যাই আমৃত্যু!
সামনে বসন্তে তোমার শহরে আসবো কথা দিয়েও
আর কখনো ফিরে আসিনা।
আমি রেশনের কার্ড করে দিবো বলে
৫০০ টাকা পকেটে নিয়ে নিই,
আপনাকে একমুঠো চাল দিই না।
আমি নৌকায় ভোট দিবো বলে প্রকাশ্যে বললেও
ধানের শীষে সিল দিয়ে দিই।
আমি মুনাফিক! শাইলক!
আমি সারাদিন পড়ি পড়ি বলে বন্ধুদের বলি
অথচ আমি পড়ি না।
মামলা আমি লড়বো, জিতে যাবো বলে আশ্বাস দিই
অথচ প্রতিপক্ষের সাথে গোপনে সন্ধি করি।
ফেইসবুকে দ্বীনি পোস্ট দিই ঘন ঘন
লেবাসে আলখাল্লা পরে মানুষ দেখাই
অথচ আমি ফজর পড়িনা।
বিশ্ববাসীকে মানবতার সবক শুনাই
আমি জাতিসংঘ!
অথচ স্বার্থ ছাড়া আমার ইউনিসেফ
কোনো দেশে ত্রাণ পাঠায় না।
আমি সৃষ্টির সেরা জীব আমি আদম
আমি মুখোশ ধারী, বহুরূপী!
বুকভরা কষ্ট নিয়েও আমি অবলীলায় হেসে যাই
প্রতিনিয়ত, আমি মায়ের আদরের ছোট সন্তান।