গাজায় নির্ঘুম ফজরে সাফুয়ান চেলেবি!
      
       মৃত আত্মা, মৃত স্বপ্নের ক্ষত বুকে নিয়ে
     অনাগত যীশুর অপেক্ষায় আমি থেকে গেছি
                    এই আকসায়।
  
     যেখানে সালাম ফেরানোর পূর্বেই ঝড়ে যায়
               হেলেনের মুচকি হাসি ,
বেদানার মতো গোলাপি সুন্দর কপোল ছিল যার।।


     রকেট হামলায় মারা যাওয়া ছোট্ট  আয়েশা
              তার স্মৃতি ভাসে অকপটে


কমরেড,নূরবানু,আব্দুল্লাহর চায়ের ধোঁয়ার সকাল


          গাজার সীমান্ত  পেরিয়ে যৌবনে
    আমি, এক ইহুদি তরুণীর প্রেমে পড়েছি
          হায়! তার সোনালি রোদের চুল।
        
           যার আখিঁপল্লবের ঝাপটায়
    হামার হৃদয়ে  উদিত হয় প্রেমের সূর্য।।
        
     তার সোনালি রোদের চুল আমায় টানে,
   আন্দোলিত করে, বেহুশে মতিভ্রম হই বারবার।
        
ওদিকে সোনালি  আকসার মিম্বার ডাক দিয়ে যায়
              আমি কোন পথে যাব?


হায় এই বিভীষণকে খোদা এখন  কোথায় পাঠাবে?
       বেহেশত নাকি হাবিয়া দোজখে?