কবিতা পড়বে কেন মানুষ!
           কবিতার কি নগ্ন যৌবন আছে?
        
          কবিতা কি নৃত‍্যরত রমণীর মতো
       নিজেকে উজাড় করে টিএসসির মাঠে!
  
     কবিতা হলো আইনুদ্দীনের ঘোমটা পড়া          
       আহলিয়া, কাপড়ে আবৃত নমনীয় নারী!
     ফেমিনিষ্টদের চোখে অবহেলিত, ঘরবন্দী
             কারো চোখে জঙ্গি, জামাত!


যে নারীর রয়েছে স্বামীর প্রতি মহব্বতের ফোয়ারা
    একসঙ্গে ফজরে যার ঘুম ভাঙ্গে পাখির মতো; অভিলাষ থাকে পারস্পরিক শ্রদ্ধাবোধে স্রষ্টার সন্তুষ্টি
  
  যার গল্প লিখেনা কোনো নোবেল জয়ী বুদ্ধিজীবী
       অথচ ভিতরে গভীরে সুনিপুন কি প্রেম!
        কবিতা ঠিক সেরকমই লুকায়িত, প্রচ্ছন্ন
                 প্রচ্ছন্ন নারীর মতো
        যার নফসে থাকে সুপ্ত রসের ফোয়ারা
          মুষ্টিতে তার জান্নাতে সুখের স্বপ্ন!