কমরেডের মতো বুদ হয়ে অপলক চেয়ে থাকি আমি
জীবনের হিসাব কত হলো উনিশ-কুড়ি নাকি বাহান্ন!


মানুষের মধ‍্যে মনুষ্যত্ব না থাকিলে রইলো বাকি কি!


আলখাল্লার ভিতরে প্রচ্ছন্ন থাকে বিশুদ্ধ যৌবন
আঠারোর সুকান্তকে মনে হয় ষাটোর্ধ বৃদ্ধ
দেহের গতি মার খায় মনের গতির সমীক্ষায়
তরুণী দিন গুনে মোলাকাতের
স্বপ্নের একটু টুকরো জান্নাতের নেশায়!
অপেক্ষা নির্ঘুম ফজর থেকে পড়ন্ত বিকেল!


শত অপেক্ষার পরিক্রমায় আমিও
আশাজাগানিয়া হই!
সুরভীর ভালোবাসায় পরিপূর্ণ পাবে জীবন্মৃত কবি!
নব সাজে সাজবে নিগূঢ় যৌবন।


নিরস কবিতা ছাড়া কিই বা আছে আমার।
প্রেয়সীকে সহসায় দুঃখ- ক্লেশে রাখার ইচ্ছে আমার ছিলোনা!
আমিও চেয়েছিলাম মধ‍্য কুটিরে, সুরভিত থাকবে
ফুলের বাগান,
নবদম্পতি সাজবে পরস্পর শ্রদ্ধাবোধে
গালভরা মুচকি হাসিতে সন্তানদের সাথে একপ্রহর দ্বীনি মাশওয়ারা।
এইতো চেয়েছিলাম  আমি!