পশ্চিম ইউরোপে বহুকাল আগে শুনেছিলাম
এক কৃষ্ণাঙ্গ প্রেমে পড়েছিলো এক শুভ্র তরুণীর।


       " বামন হয়ে শশীর দিকে দৃষ্টি!
               লোভী! পাপিষ্ট! "
তোদের সব্বাইকে ভালো করে চেনা আছে মোর!'
সামন্ত প্রভুদের বীভৎসতা প্রাণ দিতে হয়েছিলো
             তাহার বিষাক্ত হেমলকে!
  
এতো ব্যাকরণ মেনে কি ভালোবাসা হয় কভু?
সাদা-কালোর প্রণয় বুঝি অপরাধ জগতে প্রভু!


         ভালোবাসা কি শুধুই বুর্জোয়াদের!
           লিজ নেওয়া সোমেশ্বরীর ঘাট?
       নববর্ষের মতো রূপ পেয়েছে কী তবে
                  শহুরে সংস্কৃতির!
      
         কৃষ্ণাঙ্গ তরুণের অপেক্ষার প্রহর গুণা
                  কবে আসবে রেনেসা!
                 অক্টোবর বিপ্লব!
             কবে হবে এই স্বীকৃত প্রণয়!
   যেদিন ভালোবাসা হবে কবি ও কবিতার।