টাউন হলের হিজাবী তরুণী বলেছিলো একদিন
        "আমার মননের লুকায়িত জাফরান
               যদি খুঁজিয়া না পান
           ভালবাসিয়া কি হবে তবে?"


       এই যে  চারিদিকে এতো কিছু দেখছেন
        কলেজ রোডে প্রণয়ের এতো আয়োজন
           যদি  দু-হৃদয়ের বিনিময় না হয়
      টুল পড়া হাসি ভুলাতে না পারে দুঃখক্লেষ
     তবে সব হবে বৃথা!দেবদাস হবে মোর বেশ
      
     গোধূলি বেলায় ব‍্যস্ত শহরে এলো কেশী তরুণী
           দুহাতে আচমকা ধরে বলেছিলো,
         "চলুন নতুন একটা জীবন শুরু করি!
  আপনার পাশে দাড়িয়ে দু-রাকাত শুকরান নামাজ
               ঈশ্বর নিশ্চয়ই খুশি হবেন!"
                  
              আমি...... না করতে পারিনি।
    
   "এসি গাড়িতে বসে লাল লিপস্টিক মাখার স্বপ্ন
                  অন্তত ;আমার নেই
       আমি চাই আপনি আমার পাশে থাকুন!"
              
      যেদিন তরুণী সে কথা একবার শুধালো
     প্রাণ ফিরে পেয়েছিলো অবহেলিত যৌবন
         হাড্ডিসার তনু তে বৃদ্ধি পেয়েছিলো
               কয়েক কেজি মাংস!
          সেই তরুণী এখন অমাবস‍‍্যার চাঁদ
      কলেজরোডে তাকে আজকাল আর দেখি না
           আর দেখিনা! আর দেখা হয় না!