তাঁকে আমরা খুঁজছি নারীতে।
কাদম্বরীর স্নেহচ্ছায়ায়
জ্ঞানদাসুন্দরীর তত্ত্বাবধায়
মৃণালিনীর নিবিড়তায়।
ভুলে যাচ্ছি তাঁর বিশ্বজনীনতা।
তাঁর আয়নাসম ব্যক্তিত্বে
ধরা পড়েছে যারা
ঝলমলিয়ে উঠেছে তাদের রূপ।
অতি সাধারণ নারী হয়ে উঠেছে মৃণাল।
রূপহীন বিমলা হয়ে উঠেছে
বিনিময়ের পণ্য স্বামী আর স্বদেশের মাঝে।


তপোবনের শিক্ষা ধরা পড়ল
শান্তিনিকেতনের শাল পিয়ালে।
মৃত শমীন্দ্রনাথ হয়ে উঠল
অমর জোছনা রাতের রূপোলী ধারা।
কন্যার মৃত্যুকে তিনি জাগালেন
অন্তর মথিত একক বিচ্ছেদ কাতরতায়।
শ্রাবণে, শ্রাবণে, বাইশে শ্রাবণ
আজ কানে বাজে সুর হয়ে।
সবখানে তাই তিনি আসেন -----
আবাল-বৃদ্ধ-বনিতার হৃদয়ে
চকমকি ঠুকে জাগিয়ে তোলে গীতালি।