সবুজ ধা‌ন ক্ষে‌তের মাঝ দি‌য়ে
হে‌টে যে‌তে ইচ্ছা কর‌ছে,
‌তোমার পর‌নে থাক‌বে সবুজ শা‌ড়ি  
খোঁপায় সবুজ ফি‌তে,
গুন গুন সংগী‌তে
‌মোড়া‌নো তোমার সবুজ মন
ফলবতী ধান গা‌ছের মাথায়
নৃ‌ত্যে নৃ‌ত্যে অলীক খেলায়
‌ভে‌সে যা‌বে সারা মাঠময়।
‌তোমার লাল পে‌ড়ে আঁচল
হঠাৎ চঞ্চল হাওয়ায়
আমার দু‌টো চোখ ঢে‌কে দে‌বে,
মায়াময় এক দৃ‌ষ্টি‌তে দে‌খে নেব
‌তোমার সমূহ শরীর,
আশ্চর্য জল রঙে আঁকা
সবুজ পটভূ‌মি‌তে তা‌কি‌য়ে আছ
অপলক মেঘকা‌লো উড়ন্ত চু‌লে।


ই‌চ্ছে ক‌রে
লাল প‌দ্মে ভ‌রে থাকা
‌কোন এক দিঘী‌র ম‌দ্যিখা‌নে
চাঁ‌দের আ‌লোয় ভে‌সে যাওয়া
‌নৌকায় তোমা‌কে ভাসাই,
‌ভে‌সে যাই জ‌লের দোলনায়।
ভাস‌তে ভাস‌তে কো‌নো এক‌দিন
‌পৌ‌ছে যাব সেই সবুজ মা‌ঠে,
থাক‌বে তু‌মি সবুজ শা‌ড়ি‌তে,
সবু‌জে মোড়া‌নো তোমার মন,
আর আ‌মি...