ভালোটা বেসেছি শুধু, বলিনি তোমায়
পরিতোষ রূদ্ধ করি চিত্তে আর প্রাণে,
তুমি যে স্নিগ্ধ জ্যোতি প্রতিটি তারায়
আমারই অনন্ত রস ছন্দ গন্ধ গানে।
আর যখনই দেখেছি আমি অশেষের শেষে
টানিছে চেতনা কেহ দুর্বোধ্য বলে,
সকলই ব্যর্থ করেছি আঁখির নিমেষে
তোমারই অজ্ঞাত মায়ায়, অপার্থিব ছলে।
আর যত দোষারোপ পাতায় পাতায়
ভরেছিল তব মন রূগ্ণ হিয়ায়,
সকলই তা ফুটেছিল পুষ্পের ন্যায়
প্রীতি আর প্রেম রূপে মোর কবিতায়।