কখনো একাকী যখন ভাবের মাঝারে
রচি গো কুসুম কানন যেন নিশার স্বপনে,
সরাইয়া যামিনীর আঁধার সমস্ত আলোকিত করে
সহস্র তব স্মৃতি আসে মোর মনে।
সতত তখন শুধু ভাবি এ বিরলে
ভুলিয়া সকল আশা সুখে দুঃখে ভয়ে,
জানিনা কীসের মায়ায়, কোন জাদু ছলে
গাঁথিয়াছে  তব পুষ্প মোর এই হৃদয়ে।


সহস্র অশ্রুভরা  মোর এই জীবনে
ভুলিয়াছি কত কান্না মণি মুক্তা ধনে,
তবুতো কিছু স্মৃতির নাহি থাকে ক্ষয়
মনের মন্দির মাঝে নিরবে তা রয়।
আর সেই স্মৃতি রাশি যবে পুরে ছাই
মোর এই চিত্ত হইতে তোমারে  বিদায়।।