গর্ভে তোমার ন'মাস থেকে
ভাঙলো শয়ন আঁখির,
তৃপ্ত গুঁজ আসল কানে
উদ্ধত সব পাখির।


বাড়িলে বয় চিনিলাম তোমা
জানিলাম তুমি কে,
ধরণীর বুকে আনলো যে মোরে
ঈশ্বরী তুমি সে।


মোর কল্পে করিলে ত্যাগ
নিজ ইচ্ছা,নিজ সুখ
স্বস্তি মেলে দেখলে তোমার
উজ্জ্বল হাসিমুখ


সংসারের প্রতি নিষ্ঠা রেখে
বেলা করিলে ব্যয়,
আমাগো ভুলে করিতে শাসন
রুষ্ট গুরুর ন্যায়।


জীবনযুদ্ধে নিলীন হয়ে
পড়িতাম ভেঙে শেষে,
উঠে দাঁড়ানোর জোগাতে সাহস
একরাশ ভালোবেসে।


সত্যি বলিলে ঋভু-রে দেখিনি
দেখেছি শুধু তোমা,
মুখ ফুঁটে আমি বলিনি কিছু
রয়ে গেছে আজও জমা।


কলমে - সায়ন মান্না