"হাত ছেড়ো না, চলে যেও না,
অনুরোধ তোমার কাছে,
ভুল বুঝো না আর"
- আমাকে ভুলে যাওয়ার
সেই দিনের কথা বলছিলাম।
আজ বারোটি বছর,
ঠিক বারো বছর আগে শেষ বার
দেখেছিলাম তোমাকে।


শুনলাম - তোমার এখন সব আছে,
পরিবার,ভালোবাসা,আনন্দ,সুখ!
শুনে খুশি হলাম।
অথচ, সেই বারো বছর আগে
আমাকে পাওয়ার জন্য সব ছাড়তে
রাজি ছিলে তুমি!


হারালাম সব আমিই,
যা কিছু আমার ছিলো।
শুধু আছে সেই মোমবাতি,
আমাদের স্বপ্ন বাসরের আলোকিত
"মোমবাতি!"


পরিশেষে-
ভালো থেকো তুমি,
খুব ভালো থেকো।
ইতি,
তোমার "বিশুদ্ধ নিকোটিন"......!