বিবর্ণ বেলার আলোর মেলায়
স্বপ্ন ছোঁয়ার বাহানায়,
এসেছি আবার বসেছি পাশে
এই নিরলে দুজনায়।


হেসে ভাঙালে মৌনতা আর
সাজালে স্মৃতির ডালি
জমা ছিলো যত,আছে আরো কিছু
বাকি পুরোটাই খালি!
কোনখানে নেই এই আমিটা
মুছে গিয়েছে শেষ চুম্বনের দাগ,
বিদায় বেলায় গিয়েছি বলে
ভালো থেকো তুমি- আমার কথা থাক!


নাহয় আমি থাকবো ভালো
কথা দিয়েছি তাই, কুড়িয়ে
দেখি ছিলো যত প্রেম মায়া-মমতা
সবি হলো আজ মিছে ছাই!