তোর উন্মুক্ত চিবুক ছুঁতে না পারা,নিটোল গালের
পরশ না পাওয়া- কবিতার ব্যর্থতা।
তোর আঙুলের স্পর্শে যে শব্দ জীবিত হয় না
পায়ের আওয়াজে যে শব্দ উদ্বেলিত হয় না-
তা কবিতা হতে পারে না কখনোই।
প্রবল ভালোবাসা হীন আবেগ কবিতা হতে পারে না,
নগ্নতা হীন ভাষা কবিতা হতে পারে না!


কবিতায় ভালোবাসা থাকতে হয়,নগ্নতা থাকতে হয়।
প্রথম দেখায় লেখা কবিতা
ফুল শয্যায় যে বলা যায় না আর!
তাকে কবিতা লিখতে হয় নতুন করে।
তোর ঠোঁট, কম্পিত দেহ, অসম্ভব লজ্জায় রাঙা মুখ,
চোখ, নাক, কোমরের নিচে কালো তিলের প্রেমে সে
আবারো কবিতা লেখে-
"প্রিয়তমা  তোর লজ্জা দেখেই বুঝলাম-
আজ আমাদের বাসর,
কোমরের ওই তিল থেকে যে ফেরাতে পারিনা নজর!"