মেয়ে,
আজ আমার সবটুকু ভালোবাসা
বিলিয়ে দিব কম্পিত রাজপথে।
লুটিয়ে থাকা দেহ থেকে ফোটা
ফোটা ঝরে পড়বে ভালোবাসা।
থেতলে যাওয়া মগজ ছড়িয়ে যাবে
আরো কিছু দূর, ছড়িয়ে যাবে আরো
কিছু ভালোবাসা।
সমস্থ অলিন্দ পথ বন্ধ হবে
আজ, বুক চিড়ে বেড়িয়ে আসবে
হৃৎপিন্ড। বিন্দু বিন্দু ভালোবাসায়
ভরে যাবে পিচডালা আবরণ।


নির্মম সহানুভূতির সুযোগ নেব
আমি। কোলাহলে ঘেরা
সমস্ত প্রাচীরে ঝরবে আমার
ভালোবাসার আর্তনাদ।


এম্বুলেন্সের ঘোর সাইরেনে চমকে
দেব তোমাদের। কেউ অন্তত
তাকাবে বিকট সাইরেনে ছুটে
চলা ভালোবাসাবাহী গাড়ি টার দিকে!


হাসপাতালের ব্যস্ত মেঝেতে
ভালোবাসার ছাপ রেখে যাব
আমি। অবশেষে আবার মিলিয়ে যাব।
মাটির বুকে সপে দিবো আমার
নিথর ভালোবাসাকে।