কী আর লিখবো আজ?
মানুষ,প্রকৃতি, প্রেম,কাম ছাড়া যে
নতুন কোনো বিষয় নেই লেখার মতো।
সকাল,বিকেল,দুপুর কিংবা গোধূলির
রক্তিম কাশবন। পদ্ম,তারা বা বাঁশ বনের আড়াল
ঝিঁঝিঁপোকার কর্কশ আওয়াজ ছাড়া
কী আছে আর ব্যতিক্রম?
কখনো লিখছি ভালোবাসি তোমাকে,
পরক্ষণেই লিখছি ভুলে গিয়েছি!
আমি পৃথিবী কেন্দ্রিক হয়ে পড়েছি আজকাল।
আমার লেখা যে মৃত্যু পর্যন্তই সীমাবদ্ধ!
আমার কল্পনার জগৎ কে আমিই যে
সংকীর্ণ করে ফেলেছি!