নারী শুধু অবলা নয়, সে যে শক্তি অপরাজেয়,
তারই হাতে গড়ে ওঠে এক নতুন পৃথিবী নেয়।
তবু কেন আজও সে সহে অবিচার,
হিংসার ছায়ায় কেন তার জীবন লঙ্কার?

এই পৃথিবী তারও, তারও আছে অধিকার,
কেন সে থাকবে নিপীড়িত, সহিংসতার শিকার?
ভাঙবে ওর শিকল, উঠবে জেগে,
অন্ধকার ছিন্ন করে আসবে নতুন আলো মেখে।

নারী মানে প্রেম, নারী মানে আলো,
তার স্বপ্নের ডানায় উড়বে নবীন ভালো।
আর নয় চোখের জল, আর নয় ভয়,
আজ নারী উঠবে দাঁড়িয়ে, জিতবে শক্তিময়।
শপথ নিন আজ, বন্ধ হোক নির্যাতন,

নারীর সম্মানেই গড়ুক মানবতার নতুন সৃজন।