" মুক্তিযুদ্ধ  তোমায়,


না দেখার অাফসোসটা বেড়ে যায়


বিজয় দিবস অাসলে। "


"হে তরুন প্রজন্ম


অাফসোস করো না


স্বাধীনতা রক্ষার দায়িত্ব যে তোমার।


সে যুদ্ধ বড় কঠিন হবে,


কখনও হারিয়ো না তবু মনোবল। "


"যে প্রেরণা পেয়েছি তোমার ইতিহাসে


তার কি কোনো তুলনা অাছে।


না এ অার হবে না


এ রকম অার হতে দেব না


কোনো মায়ের বুক খালি,  কোনো বধূর চোেখর জল,


কোনো বোনের লাঞ্চনা, কোনো ভাইয়ের   অসহায় অাত্নসম্পর্ন,


অার কোনো বাবার নীরব হাহাকার


এ অার হতে দেব না । "


" হে তরুণ দেশমাতাকে দেখার দায়িত্ব ও যে তোমার।?


তার বিরুদ্বে যে অনেক ষড়যন্এ  


তার শত্রুরা যে নীরবে তাকে শেষ করে দিচ্ছে


তোমরা কি প্রস্তুত তার প্রতিরোধ গড়তে ? "


"অামরা তো মুক্তিযোদ্ধাদের ই উত্তরসূরী


তবে কেন স্বাধীনতাকে রক্ষার প্রশ্ন করছ।


অামাদের হাতে তো বিজয়ের পতাকা


অামরাই তো হাসব বিজয়ের হাসি সবসময়। "