তোমাকে অবিস্বাস করতে পারি না,
তোমার প্রবঞ্চনাকে অবিশ্বাস্য মনে হয় ।
তাহলে সবটাই কি ছিল পূর্ব পরিকল্পিত অভিনয়
যদি হয়, অনেক কিন্তু পায় না খুঁজে কোন ঠিকানা।
হাজার গল্পের পরিণতির মত
অামার ও পরিণতি হবে এ অাশাতেই উঠে দাঁড়াই।
দেখেছি দলছুট একটি পাখিরে গোধূলি লগ্নে ও ডানা ঝাপটায়ে সঙ্গীনীরে খুঁজে!
অলক্ষে থাকা পৃথিবীটারে তাই আমিও সাজাই ।
নিয়তি যদি না ই বাসে ভাল,
তবুও তারে যায় কি উপেক্ষা করা?
ব্লাকহোলের মত সব আলো শোষন করি আমি
পারি না কিছুই নিঃসরণ করতে ।
তাই অন্ধকারে আমাকে কেউ পায় না দেখিতে  
আমি হয়ত অন্ধকারে আটকে আছি ।


আমার বার্তা ও কি পারবে না কভু খুঁজে নিতে তার ঠিকানা ।