বাস্তবতার ভয়েই কি তুমি এত হিসেবি ?
কিন্তু এত কালাতিক্রম, আমার হিসাব যে এখানেই মিলে না ।
নির্মম বাস্তবতার চিন্তায় বিজ্ঞান ও নিবৃত্ত হয়নি,
ধ্বংসযজ্ঞ চালিয়েই বরং রচনা  করেছে চিরস্থায়ী সব ব্যাপার।
বাস্তবতার মুখোমুখি হলে,
তুমি - আমি হয়ত নিঃশেষ হয়ে যেতাম।
কিন্তু সুযোগ আসতে পারত চিরস্মরণীয় হয়ে থাকার।
অন্তত তোমার মাঝে আমি আর আমার মাঝে তুমি।