অনেক বিষয়ই মোরে
হতভাগ্য বানিয়ে ছাড়ে,
ভুলিতে পারিনা আমি তারে।
যে মোরে হাত বাড়িয়ে ধরিতে চায়,
ভালোবাসার প্রটৌকলে।
জীবনেরই গতিতে, চলিতে ফিরিতে,
সামনে পিছনে, ফেলে এসেছি অনেক প্রিয়োকে।
সুজন প্রিয়োজন, কু-জনের ভুজন ভাজনে,
আমাকে হতভাগ্য বানিয়ে ছাড়ে।
স্বার্থের সারতি,অনুভুতের আরতি,
প্রেমের কাকুতিতে বিরহের মালা।
কষ্টের আঁচলে,বিরহের অনলে,
এ জীবনে শুধুই স্বার্থের খেলা।
তাহাই দেখিয়া মোর হতভাগ্য
আর পিছু না ছাড়ে।