আকাশের তাঁরার মাঝে
কি যেনো এক ছন্দ আছে
মানুষের মনের মাঝে
অনেক অনেক দন্দ আছে।
মানুষের চাল চলনে
অনল জ্বলে মন গগনে,
জীবনের সুখের আশায়
মানুষ কেনো অশ্রু ভাসায়।
সুখ হল যে তাঁরার মত
ক্ষনিক সময় জ্বলবে যত,
দখিনা উতাল হাওয়ায়
বৃক্ষ রাজি প্রান ফিরে পায়।
আকাশের চাঁদের আলোয়
অন্ধকারেও লাগেনা ভয়
নদীর ওই প্রবল স্রুতে
এপার ভেঙে ওপার গড়ে।