লিখতে গেলে হয়না লিখা,বলতে গিয়েও বলা
এই ধরাতে চলতে গিয়ে,পেলাম অনেক জ্বালা।
জীবন নিয়ে লিখতে গিয়ে, মরন পানে চাই
সেথাই হতে লেখা লেখি,আমি যে ভয় পাই।
মানুষ নিয়ে লিখতে গিয়ে, মনুষ্যত্বের  তরে
কি করে যে মানুষ-মানুষে,মহা জঞ্জাল করে।
সমাজ নিয়ে লিখতে গিয়ে,সমাজ পতির হাতে,
লাঞ্চনা আর বঞ্চনাতে,সারা দিন রাত কাটে।
অন্যায় নিয়ে লিখতে গিয়েও,ন্যায়ের পথে চলে,
জীবন নাশের হুমকি আসে চোখ ভাসে যে জলে।
কি করে আর লিখব বল লেখার সাহস নাই,
কোনো কিছুই লিখতে গেলে,শুধুই বাধা পাই।