যুগের পর যুগ
শতাব্দীর পর কত শতাব্দী কেটে গেলো।


এরমাঝে কত রাজপুত্তরের কত ঢাল তলোয়ারের ঝনঝনানিতে চারপাশ কম্পিত হল
কত সেপাই, কত মন্ত্রী, কত রাজা-বাদশার হৃদয় হল রক্তে লাল।


কত সাধারণ থেকে কত অসাধারণ, কত জ্ঞানী থেকে কত নির্বোধ, কত পাপী থেকে কত পূণ্যবানের পদচারণায় মুখর হল হৃদয়প্রাঙ্গণ।


কতজন আশা দিল, কতজন ভরসা দিল আর কতজন দিল মুখের ভাষা।
কতজন শোনালো কবিতা আর কতজন গল্প, কতজন দেখালো জগৎ আর কতজন নক্ষত্র।


কিন্তু কেউ কেনো তার ধূসর রাত্রীর সহচর হলো না?