ইতিহাসের পাতা উল্টাতে উল্টাতে
হঠাৎ কল্লোল শুনি -
পাতার পাতার আঁড়াল থেকে
শব্দগুলো ধ্বনিত হয়ে উঠে,
ক্রমশ, অবিরত।


অতীতের ভুলগুলো সব তেড়েফুঁড়ে আসে
নিদারুন ক্রোধে যেন অবিরাম ফোঁসে,
বাধনহারা পাগলা হাতির মতো
বর্তমানের গলিচাকে পদতলে পিষে
যাত্রা পথের দিশারীকে
আঁধারের গহনে লুকায়;
ছুটে আসে প্রচন্ড জোয়ার,
অজস্র রক্তের ফেনায় ডুবিয়ে যায় বালুচর,
ঝিনুকের মাঝে স্বাক্ষর রেখে যায়
আমাদের অপরাধগুলোর।