মৌসুমী বায়ু হঠাৎ ঝাপ্টা দিয়ে গেলো বুকে,
অনাবিল চঞ্চল সে-
বাতাস না ঝড় বোঝা দুস্কর;
কেমন ভয়ঙ্কর উড়িয়ে নিয়ে যেতে চায়
সমূলে উপরে ফেলতে চায় আমায়,
কিন্তু তার পরপরেই কেমন যেন মিষ্টি স্নিগ্ধ পরশ মাখা
একটা রঙ্গিন স্বপ্নাবর্তের সৃষ্টি হয় চারদিকে;
আমি দিকপাল হারিয়ে ফেলি
হবার মতন চেয়ে থাকি
মৌসুমী বায়ু বয়, ঝাপ্টা দিয়ে যায় বুকে।