এক পলকেই সব বদলে যায়,
সুদূরে মেঘ ঢাকা আকাশ
পিয়াল তালার কচি ঘাস
কচি কলাপাতা রঙের বনানী;
কেবল বর্ণনার অতীত নেচে উঠে
বারবার বর্ষার ময়ূরীর চালে।


পথে-পথের অজস্র বুনো ফুলের ঘ্রানে
মন মেতে উঠে ক্ষনে-ক্ষনে,
নিবিড় সবুজ বনানী ছেয়ে
কালো মেঘ হানা দেয়,
নবীন কিশোরী বর্ষার জলে নেয়ে
ঘুরে বেড়ায় শিউলির সন্ধানে । -
প্লাবিত আকাশ ফেটে নেমেছে আজ
মেঘের রাশি বর্ষার ফোঁটায় ফোঁটায়,
ভেজা জোৎস্নায়
হীরের টুকরোগুলো চকচকে দ্যুতিমান ।


আবছা আবলুশ কাঠের গুড়ি দুটো
অপেক্ষায় সেই কখন থেকে;
শুধু একবার যদি চেয়ে দেখো তুমি
ওই পিয়াল শাখের ফাঁকে,
তোমার হরিণ চোখের ভ্রূ-পল্লবে
ডেকে বলো-
এসো, কাছে এসো,  
চলো বসি একলা, সারারাত দুজনে।