আমি এক ঊষর ভূমির মালি!
মম কাননে ফুটাতেই হবে ফুল,
বছর শেষে হিসেবটাকে
দিতে হবে নির্ভুল।
আমি সিন্ধু থেকে মুজোয় ভরে
আনছি সেচে লোনা জল,
শুদ্ধ করে দেই কাননে
আছে মম মনোবল।
ফুটবেই ফুল মম কাননে-
আছে মম দৃঢ় বিশ্বাস,
করে যাই সবই ফুল ফুটাতে
আছে যবে নিঃশ্বাস।
আমি কর্মের তরে উন্মাদ !
আসলে উন্মাদ নই,
চুন এনে দিলে সম্মুখে মম
কখনও বলিনা দই।
উম্মাদ হয়েই জল টেনে যাব
কাননে মম ফুটবে কুসুম,
ক্লান্তি সকলই দূরীভূত হবে
আসবে সেদিন জয়ের ঘুম !