অম্লান সন্তান
        - শেখ ফিরোজ


একটি সূর্য সন্তানের শোকে আজও কাঁদে মা,
কান্নার রোল পত্র পল্লবে,আকাশের মেঘে।
আজও কাঁদে সূর্য সন্তান হারা সেই মা !
আজও  কাঁদে  অর্ধনমিত বাংলার পতাকা।
.
মায়ের মমতা বুকে নিয়ে কেঁদে ছিল সন্তান;
সমস্ত জুলুমের প্রতিরোধী,মহা প্রতিবাদী-
মাতৃ জঠরের সহস্র বছরের সেরা সন্তান !
সে যে অকুভয় বীর। বিধাতার সেরা দান !
.
মৃত্যুকে হাতে নিয়ে বন্ধুর পথ পাড়ি দিয়ে
স্বাধীনতার সূর্য এনে দিলেন মজলুম মা'কে।
এনে দিলেন বাংলায় স্বাধীনতার স্নিগ্ধ হাসি,
হে সূর্য সন্তান,আমরা তোমায় ভালবাসি।
.
কোন এক নৃশংস রাতে হায়েনার ছোবলে
ক্ষত বিক্ষত হয়েছে  সূর্য সন্তানের দেহখানি।
তবুও বেঁচে আছে। বেঁচে থাকবে সূর্য সন্তান,
বেঁচে আছে  বাঙ্গালীর হৃদয়ে। চিরকাল অম্লান।
.
হে সূর্য সন্তান, তোমায় ভুলবনা কোনদিন,
আমার অনাগত সন্তানও ভুলবেনা তোমায়।
তুমি বেঁচে রবে কোটি কোটি অন্তরে চিরদিন।
কোটি বর্ষেও  শোধ হবেনা তো তব ঋণ।